নয়াদিল্লি : এবার আকাশপথে বিনামূল্যে মিলবে স্যানিটারি প্যাড, মহিলা যাত্রীদের জন্য ভারতে প্রথমবার এই সুবিধা আনতে চলেছে একটি বিমানসংস্থা।
বুধবার এই বিমানসংস্থার তরফে জানানো হয়, মহিলা যাত্রীদের প্রয়োজন পড়লেই মিলবে এই স্যানিটারি প্যাড। আইএসও ৯০০১:২০১৫ অনুমোদিত এই জৈব স্যানিটারি প্যাড পাওয়া যাবে সম্পূর্ন বিনামূল্যে। এই বিশেষ ন্যাপকিন সম্পূর্নভাবে টক্মিন ও সুগন্ধী মুক্ত।
শুক্রবার, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস থেকেই এই পরিষেবা চালু হচ্ছে। এবার থেকে বিমান সেবিকারা বিমান ওড়ার আগেই ঘোষণা করে দেবেন এই বিশেষ ব্যবস্থার কথা। বিমান সেবিকাদের জানালেই পাওয়া যাবে স্যানিটারি প্যাড।
বিমানসংস্থার এক প্রতিনিধি বলেন, ছোট ছোট করেই বড় পদক্ষেপ নিতে হয়। নারীদের জন্য এই পদক্ষেপ নিতে পেরে বিমানসংস্থা গর্বিত। আশা করা যায় বহু মহিলা এতে উপকৃত হবেন।
আকাশপথে বিনামূল্যে মিলবে স্যানিটারি প্যাড, আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ পদক্ষেপ ভারতীয় বিমানসংস্থার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2019 04:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -