সুন্দরবনি সেক্টরে গুলিযুদ্ধে নিহত ২ অনুপ্রবেশকারীর দেহ ফেরত্ নিতে বলে পাকিস্তানকে তাদের মাটিতে সক্রিয় জঙ্গিদের রাশ টেনে ধরতে বলল ভারতীয় সেনা
Web Desk, ABP Ananda | 22 Oct 2018 09:30 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানকে তাদের মাটিতে বসে কার্যকলাপ চালানো জঙ্গিদের সংযত করতে বলল ভারতীয় সেনাবাহিনী। রবিবার জম্মুর সুন্দরবনি সেক্টরে গুলির লড়াইয়ে দুজন সশস্ত্র পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয় ভারতীয় বাহিনীর হাতে। সরকারি সূত্রের খবর, তারপরই পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেয় ভারতীয় সেনা। সেনা কর্তৃপক্ষ পাক সেনাকে নিহত দুই অনুপ্রবেশকারীর দেহ ফেরত নিয়ে যেতেও বলেছে। দুজনের পরনে ছিল সেনার ইউনিফর্ম। তারা পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিমের সদস্য বলে মনে করছে ভারত। রবিবার সুন্দরবনিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেয় ভারতীয় সেনা। গুলিযুদ্ধে খতম হয় দুই সশস্ত্র পাক অনুপ্রবেশকারী। তিন সেনা জওয়ানও প্রাণ হারান। সূত্রটি বলেছে, পাক সেনাকে স্বীকৃত যোগাযোগ সূত্রের মাধ্যমে ‘শত্রুভাবাপন্ন পাক নাগরিকদের’ দেহ এসে নিয়ে যেতে বলা হয়েছে, পাশাপাশি কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যাতে তারা তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসবাদীদের রাশ টেনে ধরে। সূত্রটি বলেছে, গতকাল ৫-৬ জন পাক অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সুন্দরবনি সেক্টরে ভারতীয় টহলদার সেনা টিমের ওপর গুলি চালায়। ৩ জওয়ান প্রাণ হারান, জখম হন রাকেশ কুমার নামে এক রাইফেলম্যান। সূত্রটি বলেছে, দুদেশের ডিজিএমওদের বৈঠক শেষ হয়েছিল ২৯ মে। তারপর থেকে ভারতীয় সেনাবাহিনী চূড়ান্ত সংযম দেখিয়ে চলেছে, সীমান্তের ওপার থেকে নিয়মিত প্ররোচনা দেওয়া হলেও যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। কিন্তু পাক সেনা প্রবল উদ্যমে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে সন্ত্রাসবাদীদের পাঠানোর চেষ্টা করে যাচ্ছে, ৩০ মে থেকে সাতটি অনুপ্রবেশের প্রয়াস ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা, নিহত হয়েছে ২৩ জঙ্গি।