৪ সেনার শহিদ হওয়ার বদলা নিল ভারতীয় সেনা, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে খতম করল ৬-এর বেশি পাক সেনাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Dec 2017 07:37 AM (IST)
প্রতীকী চিত্র
নয়াদিল্লি: যেন গত বছরের সেই সার্জিক্যাল স্ট্রাইকের রাত। ফের নিয়ন্ত্রণরেখা টপকে পাক সেনাকে আক্রমণ করল ভারতীয় সেনা। রাওলকোট এলাকায় ঢুকে ৬ পাক সেনাকে তারা খতম করে দিয়েছে। আহত হয়েছে আরও ৫ পাক সেনা। গত সপ্তাহে পাক রেঞ্জার্সের অতর্কিত হামলায় শহিদ হন এ দেশের ৪ সেনা কর্মী। আজ সংসদে এ নিয়ে বিবৃতি দেবে কেন্দ্র। ২৩ তারিখ পাকিস্তানের আচমকা গুলিতে শহিদ হন মেজর মোহরকার প্রফুল্ল অম্বাদাস, ল্যান্স নায়েক গুরমেল সিংহ, ল্যান্স নায়েক কুলদীপ সিংহ ও সিপাই পরগত সিংহ। এরপর গতকাল সন্ধেয় পাকিস্তান নিয়ন্ত্রণরেখার ওপারে রাওলকোট থেকে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে থাকে। তার জবাবে নিয়ন্ত্রণরেখা টপকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে ভারত। সেনার হাতে খতম হয় বালুচ রেজিমেন্টের ৩ সদস্য, আহত হয় ৫ সেনা কর্মী। পাক সেনাও ভারতীয় সেনার এই হানার কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, ৬ জন নয়, মারা গিয়েছে ৩ পাক সেনা কর্মী।