নয়াদিল্লি: পুলিশের ভুঁড়ি নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে আদালত। এবার সেনাবাহিনীও জানিয়ে দিল, বাড়াবাড়ি রকমের ওজন চলবে না। যতক্ষণ না ওজন কমছে, ততক্ষণ প্রমোশন মিলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
দেখা যাচ্ছে, অনেক সেনা কর্মীর ওজনই স্বাভাবিকের থেকে বেশি। এঁদের জন্য একটি পরিকল্পনা নিয়েছে সেনা বিভাগ। এর নাম দিয়েছে ‘রিডিউসিং ওবিসিটি ইন দ্য ইন্ডিয়ান আর্মি’। যে সব সেনা কর্মী ও অফিসারদের ওজন তাঁদের স্বাভাবিক ওজনের থেকে ১০ শতাংশ বেশি, তাঁদের রেকর্ড রাখা হবে।
সেনার সদর দফতর থেকে সিনিয়র অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোনও সেনাকর্মীকে মোটা বলে মনে হয়, তবে যখন তখন তাঁর ওজন পরীক্ষা করতে।
যে সেনাকর্মীদের ওজন বেশি তাঁরা বিদেশে পোস্টিং পাবেন না। রাষ্ট্রসঙ্ঘের শান্তিবাহিনীর অংশ হিসেবে নানা দেশ সফর করতে পারবেন না তাঁরা।
দেওয়া হবে না সেনার জন্য নির্ধারিত বিভিন্ন পুরস্কারও।
তা ছাড়া যদি কারও ওজন তাঁর স্বাভাবিক ওজনের থেকে ১০ শতাংশ বেশি থাকে, তবে যতদিন না তাঁর ওজন স্বাভাবিক হচ্ছে, ততদিন প্রমোশনের জন্যও বিবেচিত হবেন না তিনি।
বন্ধ প্রমোশন, বিদেশে পোস্টিং; স্থূলতার বিরুদ্ধে যুদ্ধঘোষণা করল সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2017 01:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -