জম্মু: ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণরেখায় এক মেজর পদমর্যাদার অফিসার সহ ৭ পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরও ৪ জাওয়ান।
ভারতীয় সেনার এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এদিন সকালে নিয়ন্ত্রণরেখা বরাবর মেন্ধর সেক্টরে জাগলোতে বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে পাক সেনা।
নিরাপত্তায় মোতায়েন থাকা ভারতীয় ফৌজ তার জবাব দেয়। কোটলিতে পাক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার বর্ষণে জবাব দেয় ভারত। তাতেই এক মেজর সহ সাত পাক জওয়ান মারা যায়। আহত হয়েছে আরও ৪ জওয়ান। পাক পোস্টটিও ধ্বংস করে দেয় ভারতীয় ফৌজ।
যদিও, পাক সেনার তরফে চার জওয়ান মারা যাওয়ার কথা স্বীকার করা হয়। তাদের আরও দাবি, তিন ভারতীয় জওয়ানও মারা গিয়েছে।
প্রসঙ্গত, শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে পাক গুলিতে এক জওয়ানের মৃত্যু হয়। তারপরই, পাকিস্তানি হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত।
গোয়েন্দা সূত্রে খবর, ২০১৭-য় ১৩৮ জন পাক সেনা কর্মীকে খতম করেছে ভারতীয় সেনা।
এদিকে, এদিন সাত পাক জওয়ানের মৃত্যু পর থেকে থমথমে নিয়ন্ত্রণরেখা। এর জেরে স্থগিত রাখা হয়েছে জম্মু ও কাশ্মীর ও পাক-অধিকৃত কাশ্মীরের মধ্যে চলা পণ্যের আদান-প্রদান। এর আগে গত বছর জুন মাসে পুঞ্চে পাক সেনার গোলাবর্ষণের জেরে বন্ধ রাখা হয়েছিল পণ্যের আদানপ্রদান। প্রায় চার মাস বন্ধ থাকার পর গত নভেম্বরে পুনরায় চালু হয়েছিল বাণিজ্য রুট।
নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ, এক মেজর সহ ৭ পাক জওয়ানকে মারল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jan 2018 01:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -