নয়াদিল্লি: চার দিন হয়ে গেল, ভারতীয় সেনার হাবিলদার রাজেন্দ্র নেগিকে এখনও খুঁজে পাওয়া গেল না। ৮ জানুয়ারি নেগির স্ত্রী রাজেশ্বরীকে ফোন করে জানানো হয়, তাঁর স্বামী নিখোঁজ। পরে জানা যায়, বরফে পিছল কেটে দুর্ঘটনাবশত আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানে চলে যান নেগি। জম্মু ও কাশ্মীরের গুলমার্গে কর্তব্যরত এই হাবিলদারের এভাবে পাকিস্তানে চলে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তায় নেগি পরিবার।


উল্লেখ্য, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে সিকিম থেকে আড়াই হাজার অসহায় পর্যটককে উদ্ধার করেছে সেনা। সংবাদসংস্থা সূত্রের খবর, গুলমার্গেও উদ্ধার কাজ চালানো হচ্ছে। গাড়োয়াল রেজিমেন্টের সেনা হাবিলদার রাজেন্দ্র নেগিরও খোঁজ চালাচ্ছে সেনা।


দেহরাদুনে অম্বিবালা সৈনিক কলোনীর এক বাসিন্দা জানিয়েছেন, ২০০২ সালে  গাড়োয়াল রাইফেল রেজিমেন্টে যোগ দেন নেগি। একমাস দেরাদুনে ছুটি কাটানোর পর অক্টোবরে তিনি কাজে যোগ দেন। নভেম্বরেই তাঁকে গুলমার্গে পাঠানো হয়। এদিকে কাশ্মীরের প্রতিকূল পরিস্থিতির জন্য শ্রীনগর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে বলে খবর।