নয়াদিল্লি: এক সপ্তাহ আগে মণিপুরে অসম রাইফেলসের ওপর হামলায় জড়িত সন্দেহভাজন ৮ জঙ্গিকে মায়ানমারে ঢুকে নিকেশ করল ভারতীয় ফৌজ।
খবরে প্রকাশ, এই গোপন অভিযানের দায়িত্বে ছিল অসম রাইফেলসের বিশেষ জওয়ানরা। শুধু ৮ জঙ্গিকে নিকেশ করাই নয়, আরও ১৮ জঙ্গিকে গ্রেফতার করে জওয়ানরা সেদেশের প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বলেও জানা গিয়েছে।
যদিও, মায়ানমার প্রশাসনের তরফে এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, যেখানে এই অভিযান চলেছে, তা মায়ানমার সীমান্তের ১৬ কিলোমিটার ভিতরে।
গত ২২ মে, মণিপুরের চাণ্ডেল জেলায় ২৯ অসম রাইফেলসের ৬ জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। ঠিক এক বছর আগে এই মণিপুরেই ৬ ডোগরা রেজিমেনটের ১৭ জন অফিসার-জওয়ানকে নির্মমভাবে হত্যা করেছিল জওয়ানরা।
সেবারও সন্দেহের তির ছিল এনডিএফবি (খাপলাং) গোষ্ঠীর দিকে। এবারও তাই। শুধু তাই নয়, গত বছরও গেরিলা-যুদ্ধে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা কম্যান্ডোরা একইভাবে ময়ানমারে ঢুকে জঙ্গিদের ডেরা ধ্বংস করে এসেছিল।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ময়ানমারে ঢুকে অভিযান চালানোর সিদ্ধান্ত নয়াদিল্লিতে শীর্ষ স্তরে নেওয়া হয়। অসম রাইফেলসের এক কর্তা জানান, গত জুন মাসের অভিযানের মতো এবারও অভিযান চালাতে।
জওয়ানদের হত্যা করা হয় ২২ মে। তিনদিন পর অর্থাৎ, ২৫ তারিখ ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ এবং ইস্টার্ন কম্যান্ডের সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী।
খবরে প্রকাশ, এবার যে জঙ্গিদের খতম করা হয়েছে, তারা সকলেই এই অঞ্চলে জঙ্গিদের যৌথ সংগঠন কোর কমিটির (সংক্ষেপে কোর কম) সদস্য ছিল।
সূত্রের খবর, অভিযান এখনও সম্পূর্ণ হয়নি। পুরো অভিযানটির তদারকি করছেন ডিমাপুরে অবস্থিত সেনাবাহিনীর ৩ কোর-এর ভারপ্রাপ্ত অফিসার।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মণিপুর হামলার বদলা: মায়ানমারে ঢুকে ৮ জঙ্গি নিধন ভারতীয় সেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2016 11:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -