শ্রীনগর: তিন সেনা জওয়ানের মৃত্যু এবং তাঁদের একজনের দেহ বিকৃত করার ঘটনার জবাবে তীব্র প্রত্যাঘাত ভারতীয় সেনার। পাকিস্তানকে এর সমুচিত জবাব দেওয়ার কথা গতকালই জানিয়েছিল সেনা। এদিন নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টা আঘাত হানার কাজ শুরু করছে ভারতীয় সেনাবাহিনী।অন্যদিকে, পাকিস্তানও ভারতীয় ঘাঁটিগুলি লক্ষ্য করে গুলিবর্ষণ অব্যাহত রেখেছে। এই ঘটনায় দুই বিএসএফ জওয়ান জখম হয়েছেন।
সেনাবাহিনীর নর্দান কম্যান্ডের ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (বিজিএস) ব্রিগেডিয়ার পি এস গোত্রা জানিয়েছেন, কাশ্মীরের মাছিল সেক্টরে পাকিস্তানের গতকালের বর্বরতার পাল্টা জবাব দিতে শুরু করেছেন ভারতীয় জওয়ানরা ।
প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক মণীষ মেহতা বলেছেন, ভারতীয় সেনা চৌকিগুলি থেকে পাক হামলার মুখের মতো জবাব দেওয়া হচ্ছে।
সীমান্ত রক্ষী বাহিনীর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, রাজৌরি জেলার ভিমবের গলি এলাকায় পাক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় দুই বিএসএফ জওয়ান জখম হয়েছন। তাঁদের আঘাত অবশ্য গুরুতর নয়।
উল্লেখ্য, গতকাল নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় তিন ভারতীয় সেনা জওয়ান নিহত হন। তাঁদের একজনের দেহ ক্ষতবিক্ষত করা হয়। মাছিলে সেনার টহলের সময় এই হামলা চালানো হয়।
গত ২৮ অক্টোবরও মাছিল সেক্টরেই এক নিহত ভারতীয় সেনার অঙ্গহানি করা হয়েছিল। ওই দিন পাক বাহিনীর কভার ফায়ারিংয়ের আড়ালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকে জঙ্গিরা ওই জওয়ানকে খুন করেছিল।
এদিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান পুঞ্চের বালাকোট, কৃষ্ণ ঘাটি ও নৌসেরা সেক্টরেও সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় । পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরা।
পাক জঙ্গিদের নৃশংসতার পাল্টা তীব্র প্রত্যাঘাত ভারতীয় সেনার
Web Desk, ABP Ananda
Updated at:
23 Nov 2016 12:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -