সোশ্যাল মিডিয়ায় জওয়ানদের ক্ষোভ সামাল দিতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল সেনাবাহিনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2017 08:41 AM (IST)
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় জওয়ানদের ক্ষোভ সামাল দিতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল সেনাবাহিনী। অভিযোগ জানানোর জন্য সেনাবাহিনীর নিজস্ব ফোরাম রয়েছে। সেনা সূত্রে খবর, সেখানে অভিযোগ জানিয়ে সন্তুষ্ট না হলে, এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানো যাবে সেনাপ্রধানের দফতরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের কর্মক্ষেত্র নিয়ে ক্ষোভ উগড়ে দেন একের পর এক জওয়ান। সেই প্রবণতায় লাগাম পরাতেই এবার নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর চালুর উদ্যোগ সেনাবাহিনীর।