শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংধর সেক্টরে পাকিস্তান সেনার বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) হামলার প্রচেষ্টা বানচাল করল ভারতীয় ফৌজ।


সেনার ২৮ ডিভিসনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণরেখার খুব কাছে ভারতীয় জওয়ানদের ওপর অতর্কিত হামলা চালানোর চেষ্টা করে ব্যাট-এর একটি দল।


কিন্তু, জওয়ানরা সতর্ক ছিলেন। ব্যাটের গতিবিধি নজরে আসতেই রুখে দাঁড়ায় ভারতীয় জওয়ানরা। বিপদ বুঝে গুলিবৃষ্টি শুরু করে ব্যাট। তাদের কভার দিতে সীমান্তের ওপার দিয়ে গোলাবর্ষণ করে পাক ফৌজ।


পাল্টা জবাব দেয় ভারতীয় ফৌজও। প্রায় এক-ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। ভারতীয় সেনার প্রতিরোধে পিছু হঠতে বাধ্য হয় ব্যাট।


ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, তাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল যে, এবারের সামরিক ছাউনিতে হামলার করার লক্ষ্যে জঙ্গি ও পাক সেনা টাংধরের কাছে নিয়ন্ত্রণরেখার ওপারে জড়ো হয়েছে।


সেনা জানিয়েছে, সেনা যদি অসতর্ক থাকত, তাহলে এদিন বড় হামলা ঘটাতে পারত ব্যাট। গতবছরে বেশ কয়েকবার ভারতীয় ভূখণ্ডে হামলা চালিয়েছে ব্যাট-বাহিনী। ফলে, আগে থেকেই প্রস্তুত ছিল সেনা।


প্রসঙ্গত, পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) দিয়ে মূলত তৈরি হয় ব্যাট। পাশাপাশি, লস্কর-এ-তৈবা, হিজবুল মুজাহিদিন এবং জয়েশ-ই-মহম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি থেকে জঙ্গিদের নিয়োগ করা হয় এই দলে।


সাধারণত, নিয়ন্ত্রণরেখা পার করে এক থেকে তিন কিলোমিটারের মধ্যে হামলা চালায় ব্যাট দল। ব্যাট-শিবিরগুলি এমনিতে ছোট হয়। নিয়ন্ত্রণরেখার কাছে লঞ্চ-প্যাডে তারা আশ্রয় নেয়।