মুণ্ডচ্ছেদের বদলা, পাক সেনা ছাউনি, বাঙ্কার উড়িয়ে দিল ভারত
Web Desk, ABP Ananda | 08 May 2017 10:19 AM (IST)
জম্মু: পাকিস্তানের সেনাবাহিনীর 'বর্বরতার' জবাবে এবার ভারতের প্রত্যাঘাত। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল দিয়ে পাক সেনা ছাউনি, বাঙ্কারে আঘাত হানলেন জওয়ানরা। ভারতীয় সেনার মিসাইল হানায় গুঁড়িয়ে গেল একাধিক পাক সেনা ছাউনি ও বাঙ্কার। কয়েকদিন আগে পুঞ্চের কৃষ্ণঘাঁটি সেক্টরে দুই ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ করে পাক সেনারা। সেই কৃষ্ণা ঘাঁটিতেই তার জবাব দিল ভারত। সেনা সূত্রে পাওয়া ভিডিওতে ধরা পড়েছে সেই অভিযানের ছবি। এক মিনিটেরও কম সময়ের মধ্যে গুঁড়িয়ে গিয়েছে পাক বাঙ্কার। এরপরেই এক জওয়ানকে উল্লাস করতে শোনা গিয়েছে। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ২০১৫ ও ২০১৬ সালে রোজ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাক 'বর্বরতা' বেড়েই চলেছে। সম্প্রতি দুই জওয়ানের মুণ্ডচ্ছেদের ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি এবং কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা জানান, পাকিস্তানের হামলার মোকাবিলা করার জন্য সেনাবাহিনীকে প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। এরপরেই প্রত্যাঘাত করল ভারত।