শ্রীনগর: সীমান্তে উত্তেজনা, গোলাবর্ষণের মধ্যেই সৌহার্দ্যের পরিচয় দিল ভারতীয় সেনাবাহিনী। পাক অধিকৃত কাশ্মীর থেকে ভুলবশত সীমান্ত পেরিয়ে এপারে চলে আসা দুই কিশোরকে ফেরত পাঠাল সেনাবাহিনী। ত্যাংধার সেক্টরের তিতওয়াল ক্রসিং পয়েন্ট দিয়ে ওই দুই কিশোরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, এ মাসের ২৩ তারিখ ওয়াসালাত খান (১৩) ও মহম্মদ ইফতিকার খান (১২) নামে ওই দুই কিশোর সীমান্ত পেরিয়ে এপারে আসে। তাদের বাড়ি পাক অধিকৃত কাশ্মীরের সিমারি গ্রামে। সীমান্তে উত্তেজনার মধ্যেও ভারতীয় সেনাবাহিনী চূড়ান্ত পেশাদারিত্ব ও আত্মসংযমের পরিচয় দিয়ে ওই দুই কিশোরকে রক্ষা করেছে। তাদের সবরকমভাবে যত্ন করা হয়েছে।
সীমান্ত পেরিয়ে আসা পাক অধিকৃত কাশ্মীরের দুই কিশোরকে ফেরত পাঠাল সেনা
Web Desk, ABP Ananda
Updated at:
31 May 2017 06:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -