শ্রীনগর: শনিবার থেকে নিখোঁজ ছিলেন। এখন শোনা যাচ্ছে, হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন সেনাকর্মী মির ইদ্রিস সুলতান। তিনি কাশ্মীরের সোপিয়ানের বাসিন্দা।
পুলিশ এ কথা জানালেও খবরের সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। একে ৪৭ হাতে ‘নিখোঁজ’ মির ইদ্রিসের একটি ছবি প্রকাশ করেছে হিজবুল, দাবি করেছে, তিনি যোগ দিয়েছেন তাদের সঙ্গে।
১২ জম্মু অ্যান্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে সেপাই ছিলেন মির। ১২ তারিখ তিনি পৌঁছন সোপিয়ানে নিজের গ্রামে। ১৪ তারিখ থেকে নিখোঁজ হয়ে যান। তাঁর বাবা গতকাল পুলিশে অভিযোগ করেন এ নিয়ে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, স্থানীয় ২ যুবককে নিয়ে মির হিজবুলে যোগ দিয়েছেন। সেনাকে তাঁর নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে তারা। পুলিশ বলেছে, মিরের ফোন রেকর্ড তারা পরীক্ষা করছে, খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য কাজকর্ম, বোঝার চেষ্টা চলছে, এই জঙ্গি সংগঠনের কারও সঙ্গে তাঁর যোগ ছিল কিনা। সেনা অবশ্য এখনও তাঁকে নিখোঁজ বলেই মনে করছে, হিজবুলে যোগ দেওয়ার কোনও খবর তাদের কাছে নেই বলে জানিয়েছে তারা। ছুটিতে আদৌ তিনি কাশ্মীরে এসেছিলেন নাকি অন্যত্র কোথাও চলে গিয়েছেন, সে ব্যাপারেও স্পষ্ট তথ্য নেই বলে সেনা জানিয়েছে।
মির ইদ্রিস ছিলেন বিহারের কাঠিয়ারে কর্মরত। ঝাড়খণ্ডে বদলি হয়ে যাওয়া তিনি অসন্তুষ্ট ছিলেন বলে খবর।
তবে যেভাবে তাঁর ছবির নীচে হিজবুল বিএসসি, দ্বিতীয় বর্ষ লিখেছে, তাতে সন্দিহান গোয়েন্দারা। তাঁদের বক্তব্য, এভাবে শিক্ষাগত যোগ্যতা লিখে যুবসমাজকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে জঙ্গিরা। তাছাড়া মির সেনাকর্মী হওয়ায় তাঁর ছবি জোগাড় করে তা নিজেদের জন্য প্রচারের কাজেও তারা ব্যবহার করতে পারে বলে তাঁরা মনে করছেন।
হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন এই সেনানী? বলছে রিপোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
17 Apr 2018 08:38 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -