ওয়েলিংটন: আমেরিকার পর নিউজিল্যান্ড। নরিন্দরবীর সিংহ নামে এক ভারতীয় সেখানে জাতিবিদ্বেষের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে অকল্যান্ডে।


ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে পঞ্জাবের বাসিন্দা নরিন্দরবীর অভিযোগ করেছেন, গত সপ্তাহে তিনি যখন নিজের গাড়ির ভেতর বসে ছবি তুলছিলেন, তখন এসে পড়ে আর একটি গাড়ি। সেটি যাতে পাশ কাটিয়ে যেতে পারে তাই নিজের গাড়ি সরিয়ে দেন তিনি। কিন্তু ওই গাড়ি থেকে এক মহিলা তাঁকে কুইঙ্গিত করে। গাড়ির মধ্যে থাকা এক পুরুষ শুরু করে হুমকি আর গালাগালি।

নরিন্দরবীর ওই ব্যক্তিকে জানান, তিনি সব ফেসবুকে লাইভ করছেন তাদের আচরণের ভিডিও। তাতে অভব্যতা আরও বেড়ে যায়, শুরু হয় জাত তুলে গালাগালি। তাঁকে বলা হয়, নিজের দেশে ফিরে যেতে।

পঞ্জাবি ভদ্রলোক চেষ্টা করেন নিজের গাড়ি সরিয়ে নিয়ে যেতে। তখন তাঁর গাড়ির প্রায় গায়ে গায়ে আসতে থাকে ওই গাড়িটি। তিনি আবার পিছনের গাড়িকে এগিয়ে যাওয়ার রাস্তা দেন, তখন গাড়ির ভেতরের লোকটি নিজের পোশাক খুলে অশ্লীল ইঙ্গিত করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল, যে নরিন্দরবীরের মনে হয়, তারা তাঁর শারীরিক ক্ষতিও করতে পারে।

একটু পরে নিজের গাড়ি কাছের রাস্তায় পার্ক করেন তিনি। তখন আবার এসে পড়ে ওই গাড়িটি। আবার শুরু হয় গালাগালির বন্যা।

গত সপ্তাহের বিক্রমজিৎ সিংহ নামে এক ভারতীয় বংশোদ্ভূতও একইরকম পরিস্থিতির শিকার হন। একজন তাঁর উদ্দেশে চিৎকার করে বলে, নিজের দেশে ফিরে যাও- আস্তে চালাও! তুমি জান, এখানে স্পিড লিমিট আছে। যদিও বিক্রমজিৎ নিউজিল্যান্ডেরই নাগরিক, এ দেশে রয়েছেন ১২ বছরেরও বেশি সময় ধরে। গাড়িও স্বাভাবিক গতিতেই চালাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।

দ্বিতীয় ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পরে অবশ্য ইমেলে ক্ষমা চেয়ে নেয়। বলে, মদের ঘোরে ওই আচরণ করেছিল সে।