নয়াদিল্লি: ভারতের ব্যাডমিন্টন দলের ম্যানেজার বামাং তাগো অরুণাচল প্রদেশের বাসিন্দা। শুধু এই কারণে তাঁকে ভিসা দিল না চিন। ফলে ফুঝৌতে চলতি চায়না সুপার সিরিজ প্রিমিয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্টে দলের সঙ্গে যোগ দিতে পারলেন না বামাং। তিনি বুধবার এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর হস্তক্ষেপ দাবি করেছেন।
অরুণাচল প্রদেশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব বামাং বলেছেন, ‘আমি ১০ তারিখ থেকে দিল্লিতে ভিসার জন্য আছি। কিন্তু এখনও ভিসা পাইনি। ভারতের খেলোয়াড়রা চিনে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু আমি ভারতীয় দলের ম্যানেজার হওয়া সত্ত্বে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারলাম না। চিনা দূতাবাস কর্তৃপক্ষকে যখন প্রশ্ন করলাম, আমাকে বলা হল, আমি অরুণাচল প্রদেশের বাসিন্দা হওয়ায় বেজিংয়ের অনুমোদন দরকার। তারপর থেকে আর কোনও সাড়া-শব্দ নেই। সেই কারণেই আজ কিরেন রিজিজুর সঙ্গে দেখা করে তাঁর হস্তক্ষেপ দাবি করেছি। তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে আমাকে জানাবেন বলেছেন। আশা করছি ইতিবাচক কোনও খবর পাব।’
ভারতের ১৪ জন খেলোয়াড় ও কর্মকর্তার চিনের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা ছিল। কয়েক সপ্তাহ আগেই ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ভিসার জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছিল চিনা দূতাবাসে। কিন্তু ১৩ জন ভিসা পেলেও, একমাত্র বামাংই ভিসা পাননি।
অতীতে একাধিকবার অরুণাচলের খেলোয়াড়দের ভিসা দিতে অস্বীকার করেছে চিন। এবার খোদ ভারতীয় দলের ম্যানেজারকেই ভিসা দেওয়া হল না। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বামাং।
অরুণাচলের বাসিন্দা, ভারতীয় ব্যাডমিন্টন দলের ম্যানেজারকে ভিসা দিল না চিন
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2016 09:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -