গ্যাংটক: ডোকালামকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আবহের মধ্যেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সীমান্তে মিষ্টি বিনিময় করল ভারত ও চিনের সেনা। যদিও, প্রথামাফিক বৈঠক হয়নি।
সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন বিতর্কিত ডোকালাম থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে সিকিমের নাথু লা সীমান্তে দুদেশের সামরিক বাহিনী বেসরকারিভাবে মিলিত হন। সেখানে ভারতীয় সেনা ও আইটিবিপি –র সঙ্গে মিষ্টি বিনিময় করে চিনা সেনা।
আগে, প্রতিবছর স্বাধীনতা দিবসের দিন উদযাপন করতে প্রথামাফিক বৈঠকে মিলিত হতেন দুপক্ষের সামরিক কর্তারা। সেখানে দিনভর বিভিন্ন অনুষ্ঠান চলত। কিন্তু, গত ২ মাস ধরে ডোকালামকে কেন্দ্র করে দুদেশের সেনার মধ্যে বহমান সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ায় সেই অনুশষ্ঠানে এবার হয়নি।