মুম্বই: ভোল বদল ঘটতে পারে টাকার। দেশে খুব শীঘ্রই নয়া নকশার টাকা চালু হতে পারে। নতুন ধরনের ব্যাঙ্কনোটের নকশা বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বোর্ড কেন্দ্রের কাছে সুপারিশ করেছে।
রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কেন্দ্রীয় বোর্ড নয়া ব্যাঙ্ক নোট সিরিজের জন্য কয়েকটি নকশা নিয়ে আলোচনা করেছে এবং এই নোট চালুর ব্যাপারে কিছু ডিজাইন সরকারের কাছে সুপারিশ করেছে। সরকারের অনুমোদন মেলে সময়মতো এই নোট চালু  হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যদিও নোটের নয়া নকশার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, জাল নোটের রমরমা ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক  নোটের ডিজাইন, ফিচার্স ও রূপের বদল ঘটিয়েছে। নোটের ডিজাইন বদলে গেলে জাল নোট তৈরি করা কঠিন হয়।