অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার এক গ্রাম থেকে আসা কোসানামের মুক্তি পাওয়ার খবর ট্যুইট করে জানিয়েছেন সুষমা। বিদেশমন্ত্রী ট্যুইট করেছেন, লিবিয়ায় ডাঃ রামমূর্তি কোসানামকে আমরা উদ্ধার করেছি। তিনি বুলেটের ঘায়ে জখম হয়েছেন। আমরা তাঁকে দ্রুত ভারতে নিয়ে আসছি। এর সঙ্গে সঙ্গে সে দেশে অপহৃত সব ভারতীয়কেই মুক্ত করা হল। এজন্য সেখানে আমাদের মিশনের দারুণ কাজের ভূয়সী প্রশংসা করছি।