ভারতীয় অর্থনীতির উন্নতি হচ্ছে, ২০২৫-এর মধ্যে জিডিপি ৫ লক্ষ কোটি মার্কিন ডলার ছোঁবে, আশাবাদী রাষ্ট্রপতি
Web Desk, ABP Ananda | 01 Jul 2018 03:40 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতির উন্নতি হচ্ছে বলে জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর আশা, ২০২৫-এর মধ্যে ভারতের জিডিপি-র বৃদ্ধি দ্বিগুণ হয়ে পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলার ছুঁয়ে ফেলবে। আজ চার্ডার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠনের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। চার্টার্ড অ্যাকান্ট্যান্টদের ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন, শুধু সরকারকে রাজস্ব পাইয়ে দেওয়া বা ন্যায্য করব্যবস্থা বজায় রাখাই তাঁদের কাজ নয়। তাঁরা জনগণের আস্থার উপর নজর রাখেন। তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরীও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। তিনি দাবি করেছেন, কালো টাকার বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত। ২.২৫ লক্ষ সন্দেহজনক ভুয়ো সংস্থাকে চিহ্নিত করা হয়েছে। এই সংস্থাগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।