নয়াদিল্লি: বাইসনের অবিশ্বাস্য লাফ চোখ ধাঁধিয়ে দিচ্ছে। ভারতের বনবিভাগের এক কর্তার পোস্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেল।

বনবিভাগের ওই কর্তা প্রবীণ কসওয়ানের পোস্টে দেখা যাচ্ছে, একটি বিশালাকায় বাইসন একটি বাড়ির গেট টপকে যাচ্ছে অবিশ্বাস্য এক লাফে! ঘটনাস্থল কোথায়, তা ওই বনকর্তা জানাননি। তবে জঙ্গল সংলগ্ন কোনও এলাকা বলেই অনুমান সকলের।

বাইসনটির ছবি-সহ ওই পোস্ট ভাইরাল হয়ে যায়। একজন উৎসাহী ট্যুইটারে প্রশ্ন করেন, ‘ওরকম সাইজের একটি বাইসনের ওজন কত হবে?’ যার উত্তরে বনবিভাগের ওই আধিকারিক লেখেন, ‘৬০০-৮০০ কেজি।’ পোস্টটি করার পর থেকে ৮ হাজারেরও বেশি লাইক পেয়েছে। কমেন্টও হয়েছে প্রচুর।



একজন মন্তব্য করেন, ‘তামিলনাড়ুর নীলগিরি পর্বতাঞ্চলে একে বাইসন বলা হয়। প্রায় রোজ সকালেই এদের দেখা মেলে। ৬ ফিট উচ্চতার গেটও অনায়াসে পেরিয়ে যেতে পারে। তবে ভারি হওয়ায় পাহাড়ে ওঠা পছন্দ করলেও নামতে স্বচ্ছন্দ নয়।’ একজন লেখেন, ‘ভারতীয় জঙ্গলে গউড় বা বাইসনই একমাত্র প্রাণী যারা পূর্ণবয়স্ক বাঘকে মেরে ফেলতে পারে। এদের পিছনের পা ভীষণ শক্তিশালী।’