সেনার হুকুমেই চড়া বসিতের সুর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 09 Apr 2016 03:22 AM (IST)

অগ্নি রায়




ভারত-বিরোধী সুর চড়া করতে পাক রাষ্ট্রদূত আব্দুল বসিতকে শরিফই হুকুম দিয়েছিলেন বলে জানালেন ভারতীয় গোয়েন্দারা। তবে নওয়াজ নন, ইনি পাক সেনাপ্রধান রাহিল শরিফ। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এখানে নেহাতই এক পার্শ্বচরিত্র।

গত কাল দিল্লিতে বসে ভারতের বিরুদ্ধে একের পর এক গোলা ছুড়েছেন বসিত। পঠানকোট হামলার তদন্তে ভারতীয় গোয়েন্দাদের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন। জানিয়ে দিয়েছেন, দু’দেশের আলোচনা প্রক্রিয়া আপাতত ঠান্ডা ঘরে চলে গিয়েছে। এর পরেই নতুন ভাবে পাকিস্তানের পরিস্থিতি পর্যালোচনায় নামে কেন্দ্র। দফায় দফায় কথা হয় সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বাম্বেওয়ালার সঙ্গে। ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে খুব দ্রুত খর্ব হয়েছে নওয়াজ শরিফের রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্ব। গোটা দেশের রাশ ধীরে ধীরে চলে যাচ্ছে পাক সেনাপ্রধানের হাতে। গত কাল ভারত-বিরোধী সুর চ়ড়াতে পাক সেনাপ্রধানই সরাসরি বসিতকে নির্দেশ দেন।   ভারতীয় গোয়েন্দাদের মতে, নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফের ঘনিষ্ঠতায় সন্দেহ বেড়েছে পাক সেনার। তাদের মতে, কাশ্মীর প্রশ্নকে উপযুক্ত গুরুত্ব না দিয়েই আলোচনা চালিয়ে যাচ্ছেন শরিফ। ফলে তাঁকে কোণঠাসা করতে উদ্যোগী হয়েছে সেনা-আইএসআই-মোল্লাতন্ত্রের চক্র। দু’টি ঘটনায় নওয়াজ আরও প্যাঁচে পড়েছেন। প্রথমত, পানামা থেকে ফাঁস হওয়া নথিতে নওয়াজের ছেলেমেয়েদের নাম রয়েছে। ওই নথি অনুযায়ী, করের আইন শিথিল এমন নানা মুলুকে সংস্থা খুলে তার মাধ্যমে ব্রিটেনে সম্পত্তি কিনেছে নওয়াজের পরিবার। ফলে, তাঁর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ নিয়ে আসরে নেমেছে বিরোধী দলগুলি। দ্বিতীয়ত জঙ্গি কার্যকলাপ ঠেকাতে ব্যর্থ হয়েছে শরিফ সরকার। ২৭ মার্চ লাহৌরে জঙ্গি হামলার পরে পরিস্থিতি কার্যত নওয়াজের হাতের বাইরে চলে গিয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর অনুমতি না নিয়েই পঞ্জাব প্রদেশে জঙ্গি ঘাঁটিগুলির উপরে হামলা চালায় সেনাবাহিনী।

আরও একটি বিষয়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে চাইছে নয়াদিল্লি। তা হল ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানির ইসলামাবাদ সফরের দু’দিন আগে ভারতীয় চর কুলভূষণ যাদবের গ্রেফতারি। ইরান থেকে তিনি বালুচিস্তানে ঢুকেছিলেন বলে দাবি পাকিস্তানের। ইরানের চাবাহার বন্দরে ভারত, ইরান ও আফগানিস্তানের যৌথ উদ্যোগে দীর্ঘদিন বাগড়া দিচ্ছে পাক সেনা। ভারতীয় গোয়েন্দাদের মতে, চাবাহারের সঙ্গে গুপ্তচর সংস্থা র’-এর যোগাযোগ প্রমাণ করতেও মুখ্য ভূমিকা নিয়েছেন রাহিল শরিফই।

এ ভাবে চাবাহার প্রকল্প থেকে ভারতকে সরানোর জন্য ইরানকে চাপ দিতে চাইছেন তিনি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.