হায়দরাবাদ: ভারতে চাকরির খোঁজে রয়েছেন যাঁরা তাঁদের জন্যে সুখবর। আজ ন্যাসকমের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে ২০১৭-১৮ সালে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোতে প্রায় দেড় লক্ষ লোক নিয়োগ করা হবে। আগামী অর্থবর্ষে দেশীয় বাজারে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বৃদ্ধির হার দাঁড়িয়ে থাকবে ১০ থেকে ১১ শতাংশে।
ন্যাসকমের সভাপতি আর. চন্দ্রশেখর জানিয়েছেন, বৃদ্ধির হার যদি ১০ থেকে ১১ শতাংশের মধ্যে থাকে, তাহলে ১.৩ থেকে ১.৫ লক্ষ নতুন চাকরি তৈরি হবে এই ক্ষেত্রে। তবে গত অর্থবর্ষে ১.৭ লক্ষ নতুন চাকরি তৈরি হয়েছিল এই সেক্টরে।
বর্তমানে বিশ্ববাজারে অস্থির পরিস্থিতির জেরে কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল তথ্যপ্রযুক্তি সেক্টর। যার ফলে এই সেক্টরে ছাঁটাইও হয়েছে বিশাল পরিমাণে। তবে এই অচলাবস্থা কাটিয়ে ২০১৭-১৮ অর্থবর্ষে কিছুটা ইতিবাচক বৃদ্ধি আশা করছে ন্যাসকম। চন্দ্রশেখরের দাবি, বিশ্ববাজারে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের অবদান যথেষ্ট উর্ধ্বমুখী, তার সুফল হিসেবেই আগামী বছর বাড়বে এই সেক্টরে চাকরির সুযোগ।
২০১৭-১৮ অর্থবর্ষে দেড় লক্ষ লোক নিয়োগ হবে ভারতীয় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে: ন্যাসকম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2017 03:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -