নয়াদিল্লি: সদ্য সমাপ্ত সার্ক-সম্মেলন কভার করতে পাকিস্তানে যাওয়া ভারতীয় সাংবাদিকদের চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ইসলামাবাদে সম্মেলন-কক্ষে ভারতীয় সংবাদমাধ্যমকে ঢুকতে তো দেওয়া হয়ইনি, উপরন্তু, সভাস্থলের বাইরে গেটেও দাঁড়াতে দেওয়া হয়নি তাঁদের। এই নিয়ে কর্তব্যরত পাক আধিকারিকদের সঙ্গে ভারতীয় দূতাবাস কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছিল।
জানা গিয়েছে, সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন কভার করার জন্য মোট ৬ জন ভারতীয় সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছিল। প্রথমে তো এই ৬ জনকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। যদিও, সার্ক প্রোটোকল অনুসারে, উদ্বোধনী ভাষণ সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত হওয়ার কথা।
ঢুকতে না দেওয়ায়, তখন ভারতীয় সাংবাদিকরা গেটের কাছে অপেক্ষা করছিলেন। সেখানে পাক অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসার আলি খান অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ যখন এসে পৌঁছন, তখন তাঁর ও নিসারের করমর্দনের ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন।
এমন সময় এক পাক আধিকারিক এসে তাঁদের সেখান খেকে চলে যাওয়ার নির্দেশ দেন। সেখানে উপস্থিত থাকা ভারতীয় দূতাবাসের এক সিনিয়র কর্মী তখন পাল্টা সাংবাদিকদের হয়ে সওয়াল করেন। কিন্তু, তাতেও ওই পাক আধিকারিক রাজি হননি। এতে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।
অভিযোগ, এরপরই ওই পাক আধিকারিক কয়েকজনকে (সম্ভবত পুলিশকর্মী) ডেকে এনে ভারতীয় সাংবাদিকদের ক্যামেরা ঘিরে দাঁড়িয়ে পড়েন, যাতে কোনও ছবি না ওঠে।
হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর নেতা বুরহান ওয়ানির মৃত্যু নিয়ে ভারত-পাক তরজা নতুন করে শুরু ঠেকেছে। যার প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। তবে, সবকিছুকে ছাপিয়ে গিয়েছে এই কাণ্ড। কেন্দ্রীয় সূত্রের খবর, পাকিস্তানের এই ‘অভব্য’ আচরণের বিরুদ্ধে শীর্ষস্তরে প্রতিবাদ জানানোর কথা ভাবা হচ্ছে।
সার্ক: সম্মেলন কেন্দ্রের গেটেও দাঁড়াতে দেওয়া হয়নি ভারতীয় সংবাদমাধ্যমকে
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2016 12:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -