নয়াদিল্লি: গুরুত্বপূর্ণ তথ্য পাচার রুখতে জাহাজ ও ঘাঁটিতে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে দিল ভারতীয় নৌবাহিনী। সম্প্রতি পাকিস্তানের একটি চক্রকে সংবেদনশীল তথ্য পাচার করার অভিযোগে নৌবাহিনীর সাত কর্মী গ্রেফতার হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ‘এখন থেকে নৌঘাঁটি ও জাহাজে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ সব সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ। কাউকে স্মার্টফোনও ব্যবহার করতে দেওয়া হবে না।’
এ মাসের ২০ তারিখ বিশাখাপত্তনম, মুম্বই, কারওয়ার থেকে পাকিস্তানের একটি চক্রকে তথ্য পাচার করার অভিযোগে নৌবাহিনীর সাত কর্মী ও এক হাওয়ালা অপারেটরকে গ্রেফতার করেন গোয়েন্দারা। জানা গিয়েছে, পাকিস্তানের চক্রটি ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন ও ওয়েস্টার্ন কম্যান্ড থেকে তথ্য জোগাড় করছিল। চিন ও পাকিস্তানের জলসীমা পাহারার দায়িত্বে নৌবাহিনীর ইস্টার্ন ও ওয়েস্টার্ন কম্যান্ড। সেই কারণেই তথ্য পাচারের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও কয়েকজনকে জেরা করা হচ্ছে।
এরই মধ্যে অন্ধ্রপ্রদেশ পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে একটি তথ্য পাচার চক্রের পর্দাফাঁস করা হয়েছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃত নৌবাহিনীর আধিকারিদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পাকিস্তানের মহিলাদের সঙ্গে আলাপ হয়। তাঁদের মাধ্যমেই টাকার বিনিময়ে তথ্য পাচার করা হয়। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত বলে সন্দেহ তদন্তকারীদের।
পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে তথ্য পাচার, গ্রেফতার ৭, নৌবাহিনীর ঘাঁটি, জাহাজে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ
Web Desk, ABP Ananda
Updated at:
30 Dec 2019 12:52 PM (IST)
এ মাসের ২০ তারিখ বিশাখাপত্তনম, মুম্বই, কারওয়ার থেকে পাকিস্তানের একটি চক্রকে তথ্য পাচার করার অভিযোগে নৌবাহিনীর সাত কর্মী ও এক হাওয়ালা অপারেটরকে গ্রেফতার করেন গোয়েন্দারা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -