মুম্বই: ভারতীয় নৌ বাহিনীতে আজ আত্মপ্রকাশ ঘটল তৃতীয় স্করপেন শ্রেণীর সাবমেরিনের, নাম করঞ্জ। এরসঙ্গে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে পা রাখল ভারতের সাবমেরিন অপারেশন। আজ মুম্বইয়ের মাজাগাঁও বন্দর থেকে আত্মপ্রকাশ ঘটল এই ডুবোজাহাজের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা।
স্করপেন শ্রেণির এই সাবমেরিনে উচ্চমানের স্টেলথ আছে। এছাড়া নির্ভুলভাবে ক্রিপলিং আক্রমণও চালাতে পারে এই ডুবোজাহাজ। এই সাবমেরিনের আরও কয়েকটি বৈশিষ্টের মধ্যে রয়েছে উন্নতমানের অ্যাকাউস্টিক সাইলেন্সিং প্রযুক্তি, লো-রেডিয়েটেড নয়েজ লেভেল এবং হাইড্রো ডাইনামিকালি অপ্টিমাইসড শেপ। এই বৈশিষ্টগুলির কারণে, সাবমেরিনটিকে কার্যত দেখা যায় না।
এই স্করপেন সাবমেরিনের মাধ্যমে অ্যান্টি সার্ফেস এবং অ্যান্টি সাবমেরিন আক্রমণ শানানো সম্ভব। এছাড়া গোপন তথ্য এবং বিশাল এলাকার ওপর নজরদারি চালাতেও সক্ষম এই ডুবোজাহাজ। সমস্ত থিয়েটারে কাজ চালাতে সক্ষম এই সাবমেরিন। ন্যাভাল টাস্ক ফোর্সের অন্য বিভিন্ন জিনিষের সঙ্গে সমন্বয় রেখেই কাজ চালাতে সক্ষম এই ডুবোজাহাজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রথম স্করপেন শ্রেণীর সাবমেরিন আত্মপ্রকাশ করেছিল ভারতীয় নৌ বাহিনীতে, নাম আইএনএস কালভারী। তারপর জানুয়ারি ২০১৭-এ স্করপেন শ্রেণীর দ্বিতীয় সাবমেরিন খান্ডেরী আত্মপ্রকাশ করে। এইমুহূর্তে ওই ডুবোজাহাজ নিয়ে সমুদ্রে পরীক্ষা চালানো হচ্ছে।
প্রসঙ্গত, ভারত মহাসাগরে যখন চিনা নৌ বাহিনীর উপস্থিতিতে কিছুটা হলেও ধাক্কা খাচ্ছিল ভারতীয় নৌ সেনা, তখন এই স্করপেন শ্রেণীর সাবমেরিনের আত্মপ্রকাশ, নিঃসন্দেহে ভারতীয় নৌ বাহিনীর জন্যে সুখবর বয়ে আনবে।
ভারতীয় নৌ সেনায় তৃতীয় স্করপেন শ্রেণির ডুবোজাহাজ করঞ্জ-এর আত্মপ্রকাশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Jan 2018 01:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -