কোচি: বিশ্বের প্রাচীনতম বিমানবাহী রণতরী আইএনএস বিরাটকে মহাসমারোহে বিদায় জানাল ভারতীয় নৌবাহিনী। পাঁচ দশক নৌবাহিনীর অঙ্গ ছিল বিরাট। এতদিন পরে সেই যাত্রা শেষ হল। আজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল এই রণতরীকে।
আইএনএস বিরাটকে বিদায় জানাতে নৌবাহিনীর দক্ষিণ ভারতের কমান্ডের চিফ অফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল নাদকার্নি সহ উচ্চপদস্থ কর্তারা। কোচি বন্দর থেকে মুম্বইয়ের দিকে রওনা হয় বিরাট। আপাতত মুম্বইয়েই থাকবে এই রণতরী। এ বছরের শেষদিকে পুরোপুরি অব্যাহতি পাবে বিরাট।
ব্রিটিশ রয়্যাল নেভিতে ২৭ বছর ছিল আইএনএস বিরাট। মোট ৫৫ বছর নৌবাহিনীর সেবায় নিয়োজিত এই রণতরী। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর বিরাটকে পেতে আগ্রহী অন্ধ্র প্রদেশ সরকার। পর্যটক আকর্ষণের জন্য বিশাখাপত্তনমে রাখা হবে বিরাটকে। এ বিষয়ে নৌবাহিনীর আপত্তি নেই।
বিশ্বের প্রাচীনতম বিমানবাহী রণতরীকে বিদায় জানাল ভারতীয় নৌবাহিনী
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2016 03:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -