অমৃতসর: পাকিস্তানে তীর্থযাত্রা করতে গিয়ে আর দেশে ফিরলেন না দুই ভারতীয়। তাঁদের মধ্যে একজনের নাম অমরজিৎ সিংহ। তিনি পঞ্জাবের অমৃতসর জেলার নিরঞ্জনপুর গ্রামের বাসিন্দা। তিনি কীভাবে নিখোঁজ হয়ে গেলেন, সেটা স্পষ্ট নয়। অমরজিৎদের সঙ্গেই তীর্থ করতে যাওয়া এক মহিলা কিরণ বালাও দেশে ফেরেননি। তিনি মুসলিম ধর্ম গ্রহণ করে এক পাকিস্তানিকে বিয়ে করেছেন বলে জানা গিয়েছে।


অমৃতসরের (গ্রামীণ) এসএসপি পরম্পাল সিংহ জানিয়েছেন, ‘এ মাসের ১২ তারিখ শিখ সম্প্রদায়ের বেশ কয়েকজন পাকিস্তানে তীর্থযাত্রায় যান। তাঁদের ১০ দিন পরে দেশে ফেরার কথা ছিল। তাঁরা বৈশাখী উৎসব উদযাপন করে এবং বিভিন্ন তীর্থস্থান ঘুরে গতকাল দেশে ফিরেছেন। কিন্তু অমরজিৎ সিংহের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি এর আগে কর্মসূত্রে মালয়েশিয়ায় ছিলেন। তবে গত দু’মাস ধরে তিনি বাড়িতেই ছিলেন। কৃষিকাজের ক্ষেত্রে পরিবারের অন্যান্যদের সাহায্য করছিলেন।’