বেঙ্গালুরু: ভারতীয় সেনা জওয়ানরা পাকিস্তান সীমান্তে রোজ অন্তত ৫-৬ জঙ্গিকে খতম করছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি আরও বলেছেন, সীমান্তের ওপারে প্রথমে গুলি না চালানোর জন্য জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পাকিস্তানের সেনা জওয়ানরা যদি গুলি চালাতে শুরু করে, তাহলে তাদের উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে।


বেঙ্গালুরুতে নবম বিশ্বকর্মা জয়ন্তোৎসবে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডোকলামে উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ভারত বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হয়ে উঠেছে বলেই চিনের সঙ্গে সীমান্ত বিরোধ মিটে গিয়েছে। সবাই ভাবছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও চিনের সম্পর্কের অবনতি হবে। কিন্তু দু’দেশ বোধশক্তি প্রয়োগ করে সমস্যা মিটিয়ে নিয়েছে। ভারত যদি এখনও দুর্বল দেশ থাকত, তাহলে ডোকলাম সমস্যা মেটানো যেত না। ভারত শক্তিধর রাষ্ট্র হয়ে উঠেছে বলেই এটা সম্ভব হয়েছে।’