উদ্বেগ আর অনিশ্চয়তার মুহূর্তে স্বস্তি ফেরানোর জন্য সঙ্গীতকে বেছে নিয়েছেন মার্কিন জাহাজের বাঙালি কর্মী বিনয় কুমার সরকার। অরিজিৎ সিংহের গান গেয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিনয়। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
জাহাজে আটকে রয়েছেন ১৩৮জন ভারতীয়। তাঁদের মধ্যে বিনয় অন্যতম। ‘মলঙ্গ’ সিনেমা থেকে ‘চল ঘর চলে মেরে হমদম’ গানটি গেয়েছেন তিনি। গান শুরুর আগে ভিডিওতে তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন। তবে এরকম সময়ে আমাদের আশাবাদী, ইতিবাচক থাকতে হবে। জানি না বাড়ি ফিরতে পারব কি না। তাই জাহাজেই আমার বন্ধু এই ভিডিওটি শ্যুট করছে। আমি তো এই পেশাতেই (জাহাজকর্মী) রয়েছি। তবে আমার বন্ধুর এটাই প্রথম জলপথে সফর। আমাদের পরিবার আতঙ্কিত। এই পরিস্থিতিতে আমাদের খুশি আর শান্ত থাকতে হবে। আমি অরিজিৎ সিংহকে ধন্যবাদ দেব কারণ এরকম পরিস্থিতিতে শান্ত, হাসিখুশি রাখার মতো অনেক গান উনি গেয়েছেন। সকলকে বলব, সমস্যা মিটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, পরিস্থিতি যতই কারাপ হোক না কেন। এটাই জীবন।’
ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তিনি লিখেছেন, ‘বন্ধুরা মিলে একটু বিনোদনের ব্যবস্থা করছি। আগের চেয়ে ভাল আছি।’
নোভেল করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কায় গত ৬ ফেব্রুয়ারি থেকে জাপানের ইয়োকোহামায় কোয়ারেন্টাইনে রয়েছে মার্কিন জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেস’। তার জেরে আতঙ্ক ছড়ায় উত্তর দিনাজপুরের চাকুলিয়ার হাতিপা গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা বিনয় ওই মার্কিন জাহাজের কর্মী। তাঁর দাবি, ২০ ফেব্রুয়ারি দেশে ফেরার টিকিট মিলেছে। কিন্তু গতকালই মুম্বইবাসী দুই জাহাজ কর্মীর শরীরে চিনা ভাইরাসের সংক্রমণ মেলায়, দেশে ফেরা নিয়ে সংশয়ে বিনয়। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় তাঁর দেশে ফেরা বাতিল হতে পারে ভেবে উদ্বিগ্ন এ রাজ্যের বাসিন্দা।