নয়াদিল্লি: পাকিস্তানে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে যাচ্ছেন প্রখ্যাত শল্যচিকিৎসক ড. সুভাষ গুপ্ত। কয়েকদিন পরেই তিনি দলবল নিয়ে করাচি যাচ্ছেন। ডাউ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে তিনটি অস্ত্রোপচার করবেন তিনি।

ডাউ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের উপাচার্য ড. সইদ কুরেশি বলেছেন, ‘সুভাষ গুপ্তর পাকিস্তানে যেতে রাজি হওয়া শুভ লক্ষণ। তিনি শুধু তিনটি অস্ত্রোপচারই করবেন না, পাকিস্তানের চিকিৎসকদের প্রশিক্ষণও দেবেন। ট্রান্সপ্ল্যান্ট সার্জারির বিষয়ে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমে পাকিস্তানের চিকিৎসকদের সাহায্য করবেন এই ভারতীয় চিকিৎসক। আশা করা যায় তাঁর কাছ থেকে শিক্ষা নিয়ে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন পাকিস্তানের চিকিৎসকরা।’

৫৬ বছর বয়সি শল্যচিকিৎসক সুভাষ দিল্লির ম্যাক্স সুপারস্পেশালিটি হাসপাতালের লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান। তিনি গত ডিসেম্বরেও পাকিস্তানে গিয়ে অস্ত্রোপচার করেন। এবার ফের করাচিতে যাচ্ছেন।