দুবাই: আরব আমিরশাহির একটি দোকানের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ভারতীয় চা বিক্রেতা। জানা গিয়েছে, এক অনাবাসী ভারতীয়র বৈদ্যুতিন সরঞ্জামের দোকানের উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয় মহম্মদ শফি নামে কেরলের বাসিন্দা ওই চা বিক্রেতাকে। শফি গত ২০ বছর ধরে সেদেশে একটি ক্যাফেটেরিয়া চালাচ্ছেন।


গাল্ফ নিউজ সূত্রে খবর, অনাবাসী ওই ভারতীয়র নাম নীলেশ ভাটিয়া। তিনি কি ফ্যাশন ইলেকট্রনিক্স ট্রেডিং সংস্থার চেয়ারম্যান। দোকানের নতুন একটি শো-রুমের উদ্বোধন উপলক্ষ্যে শফিকে আমন্ত্রণ জানান তিনি। শফিকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন দোকানের অন্যান্য কর্মীরাও। নতুন শো-রুমের প্রথম কাস্টমারও শফিই। কিনেছেন একটি মোবাইল হেডফোন সেট। এই সম্মানে খুশি শফিও। তিনি বলেন, এরকমভাবে আপ্যায়ন পাব, ভাবিনি। ভীষণ খুশি।

দেশ ছেড়ে বিদেশে থেকে টাকা রোজগার করেছেন শফি। ছেলেকে মানুষ করেছেন। ছেলে এখন ইঞ্জিনিয়ার। কাজের ক্ষেত্রে ভীষণই কঠোর শফি। তাঁর দোকানে একটি ঘড়ি রাখা আছে। কর্মীরা দেরি করে ঢুকলে যাতে সময়টা তাদের নজরে আসে, সেজন্যই ঘড়িটি তিনি রেখেছেন।