নয়াদিল্লি: আমেরিকায় ভারতীয়দের ওপর হামলার ঘটনায় কেন নীরব মোদী? সংসদে প্রশ্ন বিরোধীদের। ধর্না তৃণমূলের। প্রধানমন্ত্রীর জবাব দাবি। আলোচনার আশ্বাস রাজনাথ সিংহের।

আমেরিকায় ভারতীয়দের উপর হামলার ঘটনায় ফের সরব তৃণণূল। আগেই এবিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধের শুরুর দিনই আসরে নেমে পড়ল তৃণমূল।

বৃহস্পতিবার, অধিবেশন শুরুর আগেই সংসদ ভবন চত্বরে গাঁধী মূর্তির সামনে ধর্না দেন তৃণমূল সাংসদরা।

প্রধানমন্ত্রী চুপ কেন? জবাব দিন। স্লোগান তোলেন তৃণমূল সাংসদরা।

এরপর অধিবেশন শুরুতেই লোকসভায় সরব হন তৃণমূল সাংসদরা। নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে সরব হয় কংগ্রেসও। সুর চড়ায় সিপিএমও।

আমেরিকায় ভারতীয়দের উপর হামলার ঘটনাকে কেন্দ্র যে গুরুত্ব দিয়ে দেখছে, তা বোঝানোর চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ

এই আট দিনে, আমেরিকায় গুলিবিদ্ধ হয়েছেন তিন জন ভারতীয়। যার মধ্যে ২ জন প্রাণ হারিয়েছেন।