সেনাবাহিনীর বীরত্বের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে ভারতীয়দের: রাজনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2018 04:34 PM (IST)
নয়াদিল্লি: সেনাবাহিনীর শৌর্যের ওপর ভারতীয়দের সম্পূর্ণ আস্থা রয়েছে। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। গতকালই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর গুলি চালনায় তাঁর সেনা জওয়ান নিহত হয়েছেন। এই জঘন্য হামলার জবাব দিতে ভারত কী ব্যবস্থা নেবে তা জানতে চাওয়া হলে সংসদের বাইরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর প্রতি এ দেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে। গতকাল নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চ ও রাজৌরি জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে সেনাবাহিনীর এক তরুণ ক্যাপ্টেন ও তিন জওয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে আরও চারজন জখম হয়েছেন।