পুনে: পুনে আইআইটিএমে বসল দেশের দ্রুততম সুপারকম্পিউটার। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন দেশের দ্রুততম ও প্রথম 'মাল্টি-পেটাফ্লপ' সুপার কম্পিউটার জাতির উদ্দেশে উত্সর্গ করলেন। পেটাফ্লপ হল কম্পিউটারের প্রোসেসিং গতির একটি মাপ।
'প্রত্যুষ' অর্থাত্ সূর্য নামাঙ্কিত এই হাই পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) সুবিধা পুনের ইন্ডিয়ান ইন্সস্টিউট অফ ট্রপিক্যাল মেটেরিওলজি (আইআইটিএম)-এ দেওয়া হল। এর সুবিধা সারা দেশই পাবে। কারণ, একে আবহাওয়া ও জলবায়ূ সংক্রান্ত পূ্র্বাভাস আরও উন্নত হবে বলে আইআইটিএম এক প্রেস বিবৃতিতে জানিয়েছে।
এই সুবিধার উদ্বোধন করে মন্ত্রী বলেন, দক্ষতা ও কার্যকারিতার ভিত্তিতে এটাই হবে দেশের অগ্রগন্য এইচপিসি সুবিধা।
আইআইটিএমের বিবৃতিতে জানানো হয়েছে, বর্ষ।, আপত্কালীন পরিস্থিতি, সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বাতাসের মান, বজ্রপাত, বন্যা, খরা সংক্রান্ত আরও উন্নত পূর্বাভাসের মাধ্যমে এই সুবিধা দেশকে সাহায্য করবে।
পুনে আইআইটিএমে বসল দেশের দ্রুততম সুপারকম্পিউটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jan 2018 02:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -