নয়াদিল্লি: ২০১০ সালে বিশ্বজুড়ে আর্থিক মন্দা তৈরি হওয়ার পরেও গত তিন বছরে ভারতেরই জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে বেশি বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আজ লোকসভায় বাজেটের পক্ষে যুক্তি পেশ করতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। আইএমএফ, বিশ্বব্যাঙ্কের মতো সংগঠনগুলি ভারতের আর্থিক বৃদ্ধির হারকে অন্যতম দ্রুত বলে আখ্যা দিয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।


লোকসভায় অর্থমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা যে সময় দায়িত্ব নিয়েছিলাম, তার চেয়ে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেই সময় কেউ ভারতের অর্থনীতির উন্নতির হারকে সবচেয়ে দ্রুত বলে আখ্যা দিত না। সেটা এখন হয়েছে। তথ্যই যা বলার বলে দিচ্ছে। সহজে ব্যবসা করা যায় এমন দেশগুলির তালিকায় ভারতের উন্নতি হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে এই তালিকার প্রথম ৫০ দেশের মধ্যে দেখতে চান। তাই আরও উন্নতি করতে হবে।’

কংগ্রেসকে আক্রমণ করে জেটলি বলেছেন, ‘৫৫ বছর ধরে ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস সমাজের সমস্যাগুলি দূর করার জন্য কিছুই করেনি। উল্টে তারা সমস্যা বাড়িয়েছে। ২০০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে কংগ্রেস কাঠামোগত কোনও সংস্কারের উদ্যোগ নেয়নি। ইউপিএ আমলে রাজস্ব ঘাটতির হার সবসময় ৬ শতাংশ ছিল। আমরা রাজস্ব বৃদ্ধির জন্য বদ্ধপরিকর ছিলাম। রাজস্ব ঘাটতির হার ৩.৯ শতাংশে কমিয়ে এনে সেটা দেখিয়ে দিয়েছি। কাঠামোগত সংস্কারের ফলে সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ভিত্তিতে এর সুফল পাওয়া যায়।’

আধার ইস্যুতেও বিরোধীদের আক্রমণ করে জেটলি বলেছেন, ‘আধারের গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা দায়বদ্ধ। আমি বুঝতে পারছি না, বিরোধীরাই যখন প্রথমে আধার চালু করেছিল, তখন তারা কেন এখন বাধা দিচ্ছে?’