নয়াদিল্লি: তেলুগু দেশম পার্টি সাংসদ দিবাকর রেড্ডির ওপর উড়ান নিষেধাজ্ঞা প্রত্যাহার করল দেশীয় বিমান সংস্থা ইন্ডিগো। একই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।


ইন্ডিগোর এক মুখপাত্র এদিন জানান, বিষয়টির সুষ্ঠু সমাধান হওয়ায় সংস্থা অবিলম্বে উড়ান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। উল্টোদিকে, ইন্ডিগোর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন রেড্ডিও।


গতকালই, সাংসদের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিভিন্ন বিমান সংস্থা, অসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং ডিজিসিএ-কে জরুরি নোটিস পাঠায় হায়দরাবাদ হাইকোর্ট।


তারপরই, এদিন রেড্ডির সঙ্গে আলোচনায় বসে ইন্ডিগো-কর্তারা। ইন্ডিগোর মতোই রেড্ডির বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এয়ার ইন্ডিয়াও।


গতমাসে, দেরি করে চেক-ইন করার ফলে হায়দরাবাদগামী বিমান ধরতে পারেননি দিবাকর রেড্ডি। এতে ক্ষিপ্ত হয়ে বিশাখাপত্তনম বিমানবন্দরে হইচই বাঁধিয়ে দেন তিনি।


সাংসদের বিরুদ্ধে অভিযোগ, ইন্ডিগোর এক গ্রাউন্ড স্টাফের সঙ্গে তিনি বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। এমনকী, বিমানবন্দরের মধ্যে ইন্ডিগোর দফতরে ভাঙচুরও চালান।


এই প্রেক্ষিতে গত ১৫ জুন দিবাকরের বিরুদ্ধে উড়ান-নিষেধাজ্ঞা জারি করে ইন্ডিগো। তারপরই, অন্যান্য বিমান সংস্থাগুলিও একই পন্থা অবলম্বন করে।