নয়াদিল্লি: পার্কিং বে-তে যাওয়ার সময় স্পাইসজেটের একটি বিমানে জেট বিস্ফোরণে ফেটে গেল ইন্ডিগোর বাসের একটি জানলা। এই ঘটনায় সামান্য আহত হয়েছেন পাঁচ যাত্রী। এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনও (ডিজিসিএ) এই ঘটনার তদন্ত শুরু করেছে। স্পাইসজেট কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের নির্দেশ মেনেই এগিয়ে যাচ্ছিল বিমানটি। জেট ব্লাস্টের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে কি না, সেটা এখনই বলা যাবে না।

ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বিকেল ১৬.৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে। দিল্লি থেকে মুম্বইয়ের উড়ানে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য বাস দাঁড় করানো ছিল। সেই সময়ই স্পাইসজেটের বিমানটি পার্কিং বে-তে যাচ্ছিল। জেট বিস্ফোরণে বাসের সামনের ডানদিকের কাচ ফেটে যায়। আহত যাত্রীদের মধ্যে দু জন প্রাথমিক চিকিৎসার পর মুম্বইয়ের উড়ান ধরেন।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (বিমানবন্দর) সঞ্জয় ভাটিয়া বলেছেন, ‘আমরা কোনও অভিযোগ পাইনি। তবে বিষয়টি আমাদের নজরে আসায় যথাযথ ব্যবস্থা নিয়েছি। এই দুর্ঘটনায় দোষীকে চিহ্নিত করার জন্য ভারতীয় দণ্ডবিধির ৩৩৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।’