নয়াদিল্লি: খারাপ আবহাওয়ার জন্য গুয়াহাটির উড়ান ছাড়তে প্রায় পাঁচ ঘণ্টা দেরি হওয়ায় নয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। তাঁরা বিমান থেকে নেমে ট্যাক্সিওয়ে অবরোধ করারও চেষ্টা করেন। যাত্রীদের অভিযোগ, কী কারণে উড়ান ছাড়তে দেরি হচ্ছে এবং কখন ছাড়বে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিছুই জানায়নি। যদিও ওই বিমান সংস্থা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, যাত্রীরা বিমান থেকে নেমে গিয়েছিলেন বলে জানা নেই। যাত্রীদের দেরির কারণ জানানো হয়নি, এই অভিযোগও ঠিক নয়। কিন্তু সিআইএসএফ জওয়ানরা জানিয়েছেন, বিক্ষোভরত যাত্রীরা বিমান থেকে নামার পর তাঁদের টারম্যাক অঞ্চলেই আটকে দেওয়া হয়।


গতকাল বিকেলে নয়াদিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ ও পঞ্জাবে ধুলিঝড়ের ফলে উড়ান পরিষেবা ব্যাহত হয়। ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২১টি উড়ানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর সূত্রে খবর, সন্ধে সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও, রাত সাড়ে এগারোটা নাগাদ ছাড়ে গুয়াহাটির উড়ানটি। বিমানটিতে ১৭৭ জন যাত্রী ছিলেন।