মুম্বই বিমানবন্দরের কাছে ড্রোন উড়তে দেখেছেন, দাবি বিমান চালকের
Web Desk, ABP Ananda | 19 Oct 2016 07:21 AM (IST)
মুম্বই: মুম্বই বিমানবন্দরের কাছে ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে দাবি বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইনসের চালকের। সূত্রের খবর, দেহরাদুন থেকে আসছিল বিমানটি। সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় একটি ড্রোন নজরে আসে আশিষ রঞ্জন নামে ওই বিমান চালকের। তিনি জানিয়েছেন, ড্রোনটি কুরলার দিকে ১০০ মিটার নিচে ছিল। তৎক্ষণাৎ এরিয়া ট্রাফিক কন্ট্রোল(এটিসি)-কে বিষয়টি জানান তিনি। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোটা বিষয়টি জানানো হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ক্রাইম ব্রাঞ্চকে। তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। চলছে নজরদারি। উল্লেখ্য, মুম্বইয়ের আকাশে ড্রোন, রিমোট চালিত এয়ারক্র্যাফ্ট, প্যারাগ্লাইডারস্ বা বেলুন সমস্ত কিছুই নিষিদ্ধ।