এয়ার ইন্ডিয়া কিনতে চেয়ে কেন্দ্রকে চিঠি ইন্ডিগোর, আগ্রহী দেশি-বিদেশি আরও সংস্থা, জানালেন মন্ত্রী
Web Desk, ABP Ananda | 29 Jun 2017 05:22 PM (IST)
নয়াদিল্লি: অসামরিক বিমান পরিবহণমন্ত্রককে চিঠি দিয়ে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমান পরিষেবা চালানোর ভার হাতে তুলে নেওয়ার আগ্রহ প্রকাশ করল ইন্ডিগো। গতকালই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরই এই উদ্যোগ লো কস্ট বেসরকারি বিমান কোম্পানির। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ সচিব আর এন চৌধুরি জানান, ইন্ডিগো নিজে থেকেই এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়ায় সামিল হতে চেয়ে আগ্রহ দেখিয়েছে। ইন্ডিগো জানিয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ান পরিষেবা ও তাদের লো-কস্ট শাখা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কিনে নিতে চায়। সেটা সম্ভব না হলে তারা ঘরোয়া উড়ান পরিষেবা সহ গোটা এয়ার ইন্ডিয়াই কিনে নিতে রাজি। ইন্ডিগোর কর্ণধার আদিত্য ঘোষের চিঠিতে এমনটাই রয়েছে বলে খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজুকে লেখা হয়েছে চিঠিটি। সেটি এসেছে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় এয়ার ইন্ডিয়া বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পরই। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা বলেন, অনেক ঘরোয়া, বিদেশি বেসরকারি সংস্থাই আমাদের সঙ্গে কথা বলেছে। তবে সবটাই বেসরকারি স্তরে। সরকারি ভাবে ইন্ডিগোই সরাসরি প্রস্তাব পাঠিয়েছে।