নয়াদিল্লি: ইন্দিরা গাঁধীর জমানায়ই ১৯৭১ সালে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বললেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আজ বিজেপি এমপিদের সামনে ভাষণে ক্ষমতায় থাকার সময় কালো টাকা দমনে শক্ত পদক্ষেপ না নেওয়ায় কংগ্রেসের তীব্র সমালোচনা করে এ কথা বলেন। নোট বাতিলের সিদ্ধান্তকে দৃঢ় ভাবে সমর্থন করে দলীয় সভায় মোদী বলেন, ১৯৭১-এই এটা করে ফেলা উচিত ছিল। এতদিনেও এটা না হওয়ায় দেশের প্রভূত ক্ষতি হয়ে গিয়েছে।


আত্মপক্ষ সমর্থনে পূর্বতন প্রয়াত প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টানতে গিয়ে প্রাক্তন আমলা মাধব গডবোলের একটি বইয়ের কথা বলেন মোদী। কীভাবে ইন্দিরা আমলের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই বি চ্যবন বেআইনি টাকা, অবৈধ সম্পত্তি তৈরি রুখতে নোট বাতিলের পক্ষে সওয়াল করেছিলেন, প্রধানমন্ত্রী ইন্দিরারই বা কী প্রতিক্রিয়া ছিল, বই থেকে সে কথা উল্লেখ করেন তিনি। মোদী বলেন, গডবোলে তাঁর বইয়ে লিখেছেন, নোট বাতিলের কথা শুনেই ইন্দিরা চ্যবনকে বলেছিলেন, কংগ্রেসকে কি আর কোনও ভোটে লড়তে হবে না? এ কথা শুনেই চ্যবন প্রধানমন্ত্রী কী বলতে চাইছেন, ইঙ্গিত পেয়ে যান। নোট বাতিলের সুপারিশ ধামাচাপা পড়ে যায়। মোদী বলেন, ১৯৭১ সালেই যদি নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে কার্যকর করা হত, তবে দেশ আজ এই অবস্থায় এসে দাঁড়াত না।


বিজেপি সংসদীয় দলের বৈঠকে মোদীর এই ভাষণ রেকর্ড করে সম্প্রচার করা হয়।


এর আগে সংসদের বাইরেও বিরোধীদের একহাত নিয়ে মোদী দাবি করেন, কংগ্রেস দলকে দেশের আগে জায়গা দিয়েছে, আর বিজেপির নীতি হল, আগে দেশ।


নোট বাতিলের বিরোধিতা করায় বামেদেরও আক্রমণ করেন মোদী। বলেন, কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আদর্শের সঙ্গে আপস করেছে বামেরা। দাবি করেন, প্রয়াত সিপিএম নেতা তথা মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পর্যন্ত বলেছিলেন, কালো টাকার জোরেই টিকে আছেন ইন্দিরা গাঁধী।