ইনদওর: শনিবার রাতে ইনদওরের সারওয়াতে এলাকায় ভেঙে পড়ল চারতলার একটি হোটেল। ঘটনায় দশজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে বহু লোকের আটকে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। ভেঙে পড়া বাড়ির নীচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
শনিবার রাত নটা বেজে ২০ মিনিট নাগাদ ভেঙে পড়ে বাড়িটি। ইনদওরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হরিনারায়ণ মিশ্র জানিয়েছেন, একটি গাড়ি এসে আচমকাই ওই হোটেল বাড়িতে ধাক্কা মারে। বাড়িটি বেশ পুরনো হয়ে গিয়েছিল। গাড়ি ধাক্কা মারার পরই ভেঙে পড়ে বিল্ডিংটি। দশজনের মৃত্যু হয়েছে, ঘটনায় গুরুতর জখম তিন। ধ্বংসস্তূপের নীচে ২০ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
গাড়ির ধাক্কায় ইনদওরে ভেঙে পড়ল চার তলা হোটেল, মৃত ১০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Apr 2018 08:38 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -