ইন্দৌর: একশো টাকা ঘুষ দিলেই ডিম বেচতে বসা যাবে রাস্তায়। করোনার আবহে এমনিতেই বড় কষ্টে মূলধন জোগাড় করে ডিমগুলো কিনে বেচতে বসেছিল বছর ১৪-র ছেলেটি। এর মধ্যে আবার ঘুষ দিতে হলে কত টাকা লাভ থাকবে হাতে! কিন্তু পুরসভার লোকজন সেসব শুনবেন কেন? অভিযোগ, ছেলেটি টাকা দিতে অসম্মত হওয়ায় তাঁরা স্রেফ উল্টে দিলেন তার ডিম বোঝাই ঠেলাগাড়িটি । রাস্তায় পড়ে ফেটে ছত্রাকার হয়ে গেল ডিমের খোলা আর চটচটে কুসুম। সেদিকে চেয়ে রইল কিশোর, কিংকর্তব্যবিমূঢ় হয়ে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দৌরে। নিয়মিত ব্যবসা করেন না , এমন অনেক মানুষ করোনার সময়ে কিছু টাকা রোজগার করতে শাক-সব্জি, ডিম-মাছ ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে পথে নেমেছেন। এটা সারা ভারতেরই ছোট-বড় শহরে ঘটেছে। কিন্তু বিপদে পড়া কিশোরকে সাহায্যের তো প্রশ্নই নেই, উল্টে পুর কর্মীরা তার সর্বনাশ করে ছাড়লেন বলে অভিযোগ উঠেছে।



ঘটনার ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সাদা জামা-প্যান্ট পরা কিশোরের রাগ-অভিমান ধরা পড়েছে তাতে। সে ঘটনার জন্য যে দুই ব্যক্তির দিকে আঙুল তুলে দোষারোপ করছে, তারা পুরকর্মী। করোনা সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব বিধি রক্ষায় বাজার এলাকায় ‘’ডান-বাম নীতি চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। পথের এক পাশের দোকান আজ খোলা থাকলে, ওপারের দোকান খোলা থাকবে পরদিন। কিন্তু এই নীতি আসলে তেমন কার্যকর হচ্ছে না, উল্টে ছোট ব্যবসায়ীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে, এই অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই অনেক বিরোধী নেতা বিজেপি সরকারের কাছে অভিযোগ করেছেন। কারণ, ছোট ব্যবসায়ীদের হেনস্থা চলছেই।