ভোপাল: ইন্দোরে এক আশ্চর্য ঘটনা ঘটেছে। সারাদিন ধরে সুশান্ত সিং রাজপুতের ফ্যানদের ফোন ধরতে ধরতে উন্মাদের মতো দশা হয়েছে বছর কুড়ির এক যুবকের। একটি সংস্থায় লেবার হিসাবে কর্মরত ওই যুবক শেষটায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
কেন ঘটল এমন একটা ব্যাপার? তদন্তে জানা যাচ্ছে, সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের নামে কে বা কারা একটা ফেসবুক পেজ তৈরি করে কয়েক মাস আগে। আর তাতেই অ্যাবাউট বিভাগে যে নম্বরটি দেওয়া হয়, সেটি আসলে ওই যুবকের। সুশান্তর আত্মহত্যার পর থেকেই শুরু হয়ে যায় ফোন আসা। তিতিবিরক্ত হয়ে যান তিনি।
পুলিশ সুপার জিতেন্দ্র সিং জানিয়েছেন, কেউ কেউ নম্বরটিতে ফোন করলেও রং নাম্বার ভেবে ডিসকানেক্ট করে দেয় এক সময়। কেউ কেউ আবার সুশান্তের মৃত্যুর জন্য অঙ্কিতার উপর রাগ উজাড় করে দেয়। পেজটির কম করে হাজার চল্লিশেক ফলোয়ার রয়েছেন। ফেসবুকের মাধ্যমেই তাদের মেসেজ পাঠিয়ে এই নম্বরে ফোন না করা জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সকাল থেকে রাত সুশান্তর ফ্যানদের ফোনে জেরবার যুবক, পুলিশে অভিযোগ দায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jul 2020 09:31 PM (IST)
ইন্দোরে এক আশ্চর্য ঘটনা ঘটেছে। সারাদিন ধরে সুশান্ত সিং রাজপুতের ফ্যানদের ফোন ধরতে ধরতে উন্মাদের মতো দশা হয়েছে বছর কুড়ির এক যুবকের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -