মুম্বই: বাইকুল্লা জেলের এক আধিকারিকের মারধরের জেরে অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত এক মহিলা বন্দির মৃত্যুর পর মারপিট, অশান্তি, হাঙ্গামার অভিযোগ উঠল বন্দিদের বিরুদ্ধে। এই ঘটনাতেও নাম জড়াল শিনা বরা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের। ২০০ জনের বিরুদ্ধে হাঙ্গামা, অবৈধ জমায়েত, সরকারি কর্মচারীদের মারধর করা সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ইন্দ্রাণী অন্যতম।
বাইকুল্লা জেলে ২৫১ জন বন্দি রয়েছেন। মঞ্জুগোবিন্দ শেট্টে (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত বন্দিকে জেলের এক আধিকারিক মারধর করেছিলেন বলে অভিযোগ। এর জেরেই অসুস্থ হয়ে পড়েন মঞ্জু। শুক্রবার রাতে জেজে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইন্দ্রাণীরা। তাঁরা দাবি করেন, সংবাদমাধ্যমে এই ঘটনা তুলে ধরতে চান। কিন্তু জেল কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি। এরপরেই বন্দিরা গোলমাল শুরু করে দেন। অনেকে জেলের ছাদে উঠে পড়েন। বেশ কয়েকজন আবার খবরের কাগজ জ্বালিয়ে দেন।
বাইকুল্লা জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিমৃত্যুর ঘটনায় ৬ জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জেলে মারপিট, ২০০ অভিযুক্তর অন্যতম ইন্দ্রাণী মুখোপাধ্যায়
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jun 2017 01:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -