মুম্বই: শীনা বোরা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মুম্বইয়ের জে জে হাসপাতালে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানাচ্ছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না।
শুক্রবার রাতে বাইকুল্লা জেল থেকে ইন্দ্রাণীকে নিয়ে আসা হয় জে জে হাসপাতালে। তখন থেকে তাঁর অবস্থার কোনওরকম উন্নতি হয়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত ওষুধ বেশি খেয়ে ফেলায় বিষক্রিয়ায় ফলে ইন্দ্রাণী অসুস্থ হয়ে পড়েন। জেলের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান, কোনওভাবে জ্ঞান ফেরাতে না পেরে তাঁকে হাসপাতালে পাঠিয়ে দেয় জেল কর্তৃপক্ষ।
এখন তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। বাইরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। গতকাল এমআরআই স্ক্যান ও সিটি স্ক্যান হয়েছে তাঁর। শোনা গিয়েছে, রিপোর্টে দেখা যাচ্ছে, তাঁর মস্তিষ্কে ঠিকমত রক্ত যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, হতাশা কাটাতে ওষুধ খেতেন ইন্দ্রাণী। হয়তো ভুল করেই বেশি ওষুধ খেয়ে ফেলেন তিনি।
এই মুহূর্তে ইন্দ্রাণী অর্ধচেতন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা বলছেন, তাঁর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে। এর আগে ২০১৫-তেও ওষুধ বেশি খেয়ে ফেলায় এই হাসপাতালেই ১ সপ্তাহ ভর্তি ছিলেন তিনি। অতিরিক্ত রক্ত চাপ সহ বেশ কয়েকটি রোগে ভুগছেন ইন্দ্রাণী, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যান, ওজনও কমে গিয়েছে লক্ষ্যণীয়ভাবে।
ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, রাখা হয়েছে জীবনদায়ী ব্যবস্থায়
ABP Ananda, Web Desk
Updated at:
08 Apr 2018 01:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -