মুম্বই: চাঞ্চল্যকর শিনা বোরা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় জেলে বসে ভগবত গীতার ৭০০ শ্লোক সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন। সেই অনুবাদ প্রকাশ করতে আদালতের অনুমতি চাইলেন তিনি। বিচারক এইচ এস মহাজন ইন্দ্রাণী এ ব্যাপারে আবেদন জানাতে বলেছেন।
ইন্দ্রাণী বলেছেন, এই অনুবাদ প্রকাশিত হওয়ার পর যে অর্থ আসবে তার অর্ধেক তিনি ইসকনকে দান করতে চান। বাকি অর্ধেক বাইকুল্লা জেলে বন্দী পরিত্যক্ত মহিলাদের দিতে চান। উল্লেখ্য, ইন্দ্রাণী বাইকুল্লা জেলেই বন্দী রয়েছেন।
ইন্দ্রাণী বলেছেন, ৯০ শতাংশ মহিলা বন্দীই পরিবার কর্তৃক পরিত্যক্ত।
উল্লেখ্য, শিনা বোরা হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন ইন্দ্রাণীর স্বামী তথা মিডিয়া ব্যারণ পিটার মুখোপাধ্যায়। চলতি মাসে তিনিও জেলে বসে আত্মজীবনী লেখার জন্য ল্যাপটপ চেয়ে আর্জি জানিয়েছেন।
উল্লেখ্য, ইন্দ্রাণী তাঁর গাড়ির চালক শ্যাম রাই ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার সঙ্গে মিলে তাঁর মেয়ে শিনাকে ২০১২-র এপ্রিলে খুন করেন বলে অভিযোগ। এই মামলায় এখন শ্যাম রাই রাজসাক্ষী।
ভগবত গীতার অনুবাদ প্রকাশ করতে চান ইন্দ্রাণী
ABP Ananda, web desk
Updated at:
20 Dec 2016 08:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -