মুম্বই: স্বামী পিটার মুখোপাধ্যায়ের আচরণে আহত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। জেল থেকে আদালতে যাওয়া-আসার পথে পুলিশ ভ্যানে কথা বললেও, প্রকাশ্যে ইন্দ্রাণীর সঙ্গে কথা বলছেন না পিটার। অথচ তিনি আত্মীয়দের আনা খাবার ইন্দ্রাণীকে দিচ্ছেন। চিঠি লিখে পিটারকে এই ‘দ্বিচারিতা’ না করার অনুরোধ জানিয়েছেন অভিমানী ইন্দ্রাণী।
হাতে লেখা চিঠিতে ইন্দ্রাণী বলেছেন, ‘তুমি পুলিশ ভ্যানে আমার সঙ্গে কথা বলো। কিন্তু আদালতে তোমার আত্মীয়, পরিচিত লোকজন, আইনজীবী ও সংবাদমাধ্যমের সামনে এমন ভাব করো, যেন আমার সঙ্গে কথাই বলো না। তোমার এই দু’মুখো আচরণে আমি অত্যন্ত হতাশ। তাই তোমাকে আমার অনুরোধ, পুলিশ ভ্যানে আমার সঙ্গে কথা বোলো না। তোমার বোন বা আত্মীয়রা যে খাবার নিয়ে আসে, তাদের অলক্ষে সেই খাবার আমাকে দিও না। ভবিষ্যতে আমার সঙ্গে যে কোনও বিষয়ে কথা বলতে হলে আদালতেই বোলো, পুলিশ ভ্যানে না।’
চার পাতার এই চিঠিতে পিটারের ছেলে রাহুল মুখোপাধ্যায় ও প্রাক্তন গাড়িচালক শ্যাম রাইয়ের উদ্দেশে তোপ দেগে ইন্দ্রাণী লিখেছেন, ‘শ্যাম ও রাহুলের মিথ্যা বয়ানের জেরে আমি এই মুহূর্তে বিপাকে। শ্যামকে টাকা দিয়ে সঞ্জু বা আমার বিরুদ্ধে বয়ান দেওয়ানো যাবে, এটা সহজেই আশা করা যায়। কিন্তু রাহুল নিজেই হয়তো যে অপরাধ করেছে, সেটাতেই আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা বলছে দেখে আমি হতবাক। ওর নিজের বাবা গত দু’বছর ধরে জেলে বন্দি। তারপরেও রাহুল কেন সত্যি বলার সাহস দেখাতে পারছে না, সেটা আমি বুঝতে পারছি না। এতজনকে আঘাত করে ও কতটা পাপ করছে, সেটা আমি জানি না। ওর বিচার করার আমি কেউ না।’
আমার সঙ্গে প্রকাশ্যে কথা বলতে না পারলে বোলো না, পিটারকে চিঠি অভিমানী ইন্দ্রাণীর
Web Desk, ABP Ananda
Updated at:
01 Nov 2017 04:06 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -