মুম্বই:  শিনা বোরা হত্যা মামলায় সিবিআইয়ের বিশেষ আদালত আজ ইন্দ্রাণী মুখোপাধ্যায়, পিটার মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্নার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। এছাড়া তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও দায়ের করা হয়েছে। ইন্দ্রাণীর প্রথম পক্ষের স্বামীর মেয়ে ছিলেন শিনা। ২০১২ সালের এপ্রিলে গাড়ির মধ্যে শ্বাসরোধ করে শিনাকে হত্যা করা হয়। তারপর রায়গড়ের জঙ্গলে দেহ পুড়িয়ে পুঁতে রেখে আসা হয়। পরে ইন্দ্রাণী-পিটারের গাড়ির চালক শ্যাম রাইকে জেরা করে ওই খুনের ঘটনার মূল ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে পুলিশ। আপাতত শ্যাম রাই রাজসাক্ষী হয়ে গেছেন।


এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেক অভিযুক্তকে তাঁদের বিরুদ্ধে ওটা অভিযোগ বুঝিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে তাঁরা প্রত্যেকেই তাঁদের ওপর ওঠা অভিযোগ অস্বীকার করেছেন, এবং পরবর্তী বিচার প্রক্রিয়ার সামনে দাঁড়াতে প্রস্তুত।

আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এই মামলার শুনানি শুরু হবে। এই মামলার প্রধান তিন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি)(ষড়যন্ত্রের মামলা), ৩৬৪ (অপহরণের ছক), ৩০২ (খুন), ৩৪ (এই ঘটনায় কাজ উদ্ধার করতে আরও কয়েকজনকে নিযুক্ত করা), ২০৩( এই ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা) এবং ২০১ ধারায় তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধারাগুলো ছাড়াও ইন্দ্রাণী এবং সঞ্জয়ের বিরুদ্ধে ৩০৭ এবং ১২০ বি ধারাও লাগু করা হয়েছে।

এদিকে ইন্দ্রাণী মুখোপাধ্যায় তাঁর স্বামী মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের থেকে বিবাহবিচ্ছেদের মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে।