এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেক অভিযুক্তকে তাঁদের বিরুদ্ধে ওটা অভিযোগ বুঝিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে তাঁরা প্রত্যেকেই তাঁদের ওপর ওঠা অভিযোগ অস্বীকার করেছেন, এবং পরবর্তী বিচার প্রক্রিয়ার সামনে দাঁড়াতে প্রস্তুত।
আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এই মামলার শুনানি শুরু হবে। এই মামলার প্রধান তিন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি)(ষড়যন্ত্রের মামলা), ৩৬৪ (অপহরণের ছক), ৩০২ (খুন), ৩৪ (এই ঘটনায় কাজ উদ্ধার করতে আরও কয়েকজনকে নিযুক্ত করা), ২০৩( এই ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা) এবং ২০১ ধারায় তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধারাগুলো ছাড়াও ইন্দ্রাণী এবং সঞ্জয়ের বিরুদ্ধে ৩০৭ এবং ১২০ বি ধারাও লাগু করা হয়েছে।
এদিকে ইন্দ্রাণী মুখোপাধ্যায় তাঁর স্বামী মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের থেকে বিবাহবিচ্ছেদের মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে।