মুম্বই: শিনা বোরা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় মেয়েকে খুন করার ঘণ্টাখানেক আগে গিয়েছিলেন বিউটি পার্লার। একথা আদালতে জানিয়েছেন সেই পার্লারের মালিক অ্যাঞ্জেলি চুং। ওরলির ওই পার্লারে গত ১০-১২ বছর ধরে যেতেন ইন্দ্রাণী। ২০১২ সালের ২৯ এপ্রিল সকালে সাড়ে দশটার সময় ওই পার্লারে যান ইন্দ্রাণী। ঘণ্টাখানেক সেখানে কাটিয়ে বেরিয়ে যান ইন্দ্রাণী।
ইন্দ্রাণীর আইনজীবী চুংয়ের কাছে জানতে চান তিনি সেদিন কী কী কাজ করিয়েছিলেন সেখানে। চুং জানান চুলে রং করেন, থ্রেডিং করান ইন্দ্রাণী, তারপর নেইল পেইন্টিংও করান। যদিও এরপর বিচারক বলেন আর জানার দরকার নেই। আইনজীবীর দাবি ছিল, একটি বিশেষ কারণের জন্যেই এই প্রশ্নটি তিনি করেছেন।
এদিকে এই মামলার অপর সাক্ষ্যদাতা রিয়াজ, তাঁর একটি গ্যারাজ রয়েছে। তিনি জানান, গত ২৫ এপ্রিল তাঁর গ্যারাজে চালক শ্যামভর রাই একটি গাড়ি নিয়ে এসে সার্ভিসিং করতে দেন। সেই গাড়িটিই খুনেতে ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৫ সালের অগাস্টে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি প্রকাশ্যে আসে। ঘটনায় পরে পুলিশ ইন্দ্রাণী মুখার্জী, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না, গাড়ির চালক শ্যামভর রাই এবং অবশেষে পিটার মুখোপাধ্যায়কে গ্রেফতার করে।
মেয়ে শিনাকে হত্যা করার আগে নিজেকে সাজাতে পার্লার গিয়েছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jul 2018 02:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -